সরকারি রাস্তা নির্মাণের সময় দূর্বৃত্তের আঘাতে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু
- আপডেট সময় : ০৭:১৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ১৮৯৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি রাস্তা নির্মাণের সময় দূর্বৃত্তের আঘাতে আলী শেখ নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
দুপুরে উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের কালাসিংবাড়ীর আঞ্চলিক সড়ক নির্মাণের সময় মাটিকাটাকে কেন্দ্র করে নাজমুল ইসলাম দোলা ও শরিফুল ইসলাম নামের দুইজনের সাথে আলী শেখের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা আলী শেখকে বেধরক মারপিট করে। পরে, স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাবনার আতাইকুলার সাদুল্লাহপুরে জমি সংক্রন্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পৌরসভার কর্মচারী আলামিন হোসেন খুন হয়েছেন। দুপুরে পাবনা আদালত থেকে বাড়ি ফিরছিলেন দুই ভাই আলামিন ও রজব। আতাইকুলার সাদুল্লাপুর পৌঁছলে প্রতিপক্ষের লোকজন তাদের গতিরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করে।
























