সরকারি ব্যবস্থাপনায় বিদেশ যেতে আগ্রহ নেই গাইবান্ধার কর্মীদের

- আপডেট সময় : ০৪:৩৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
গত বছর গাইবান্ধা থেকে সৌদিতে ১ হাজার ২শ’ কর্মী পাঠানো হয়েছে। তবে এ বছর হয়েছে তার উল্টোটি । ১লাখ ৬৫ হাজার টাকায় সৌদিতে যেতে জন প্রতিনিধি নির্ধারণ করে দিয়েছে সরকার সরকারের এমন তথ্য নিয়ে জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসে কর্মকর্তারা। বেড়িয়েছেন কর্মী খুজতে। তবে পাচ্ছেনা না কোন সাড়া। হাট বাজার ও প্রত্যন্ত গ্রাম গুলোতে প্রচারনায় বিভিন্ন উদ্যোগ নেয়া হলেও মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকে।
গাইবান্ধা থেকে প্রায় এক হাজার কর্মী সৌদিতে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর জন্য জেলার সাত উপজেলায় শহর, গ্রাম, লোকালয়সহ প্রত্যন্ত অঞ্চলগুলোতে দিন-রাত প্রচারণা চালানো হচ্ছে। জারি গান, পালা গান, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি হাতে নিয়ে বাড়ি-বাড়ি ঘুরছেন জনশক্তি ও কর্মসংস্থান অফিসের কর্মকর্তারা কিন্তু তারপরেও মিলছেনা সাড়া।
বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হওয়া, দেশে আসতে বিভিন্ন বাধার সম্মুখীন হওয়ায় অনিহা স্থানীয় যুবকরা। তবে দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
সরকারীভাবে বিদেশ যাওয়ার ব্যাপারে ঋণ সুবিধা দেয়া হচ্ছে, জানালেন এই কর্মকর্তা।
২০২০ -২০২১ অর্থবছরে ১২০০ কর্মী জেলা থেকে পাঠানো হয়েছে। রেমিটেন্স এসেছে ৮০মিলিয়ন মার্কিন ডলার। যা রংপুর বিভাগে রেকর্ড সংগ্রহ।