সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারী চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে সিআইডি।
দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি ঈমাম হোসেন। তিনি বলেন, গত ১৬ জানুয়ারি পল্টন থানায় মিরাজুল ইসলামসহ চার জনের অভিযোগের ভিত্তিতে চক্রের মূলহোতা হারুন অর-রশিদকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। সিআইডি জানায়, চক্রটি সম্প্রতি চাকরি দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।টাকা আত্মসাতের জন্য তারা ভুয়া নিয়োগপত্র দেয় চাকুরি প্রার্থীদের।