সরকারির পাশাপশি কাল শুরু হচ্ছে বেসরকারি হজযাত্রা
- আপডেট সময় : ০৯:০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
সরকারির পাশাপশি কাল শুরু হচ্ছে বেসরকারি হজযাত্রা। রাতে বেসরকারি হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন হাব সভাপতি শাহাদাৎ হোসেন তসলিম। আর হজ ক্যাম্প পরিচালক জানালেন, কোন ধরনের জটিলতা ছাড়াই নির্দিষ্ট সময়ে ঢাকা থেকে জেদ্দা পৌঁছেছেন হজযাত্রীরা। হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টির কথা জানান যাত্রীরা।
হজযাত্রার যাবতীয় কার্যক্রম পালন করতে, যাত্রার একদিন আগেই দেশের বিভিন্ন স্থান থেকে হজযাত্রীরা ছুটে আসেন রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে।
নানা আনুষ্ঠানিকতা শেষ করে হজযাত্রীরা জানান, এ বছর হজ ব্যবস্থাপনা অতীতের তুলনায় ভালো।
হজ যাত্রার তৃতীয় দিন, সকাল ৯টায়, ৪০৫ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
আর বুধবার রাত এগারোটায় সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রথমবারের মতো শুরু হবে বেসরকারি হজযাত্রা। এর মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান বেসরকারি হজ এজেন্সিগুলোর সংগঠন, হাব এর সভাপতি।
আশকোনা হজ ক্যাম্পের পরিচালক জানান, ভিসা বা ফ্লাইট নিয়ে কোনো আশঙ্কার কারণ নেই। এরইমধ্যে সরকারিভাবে ২ হাজার ৬শ ৮৩ আর বেসরকারিভাবে ৩ হাজার ৩শ ৩৯ জনকে ভিসা দিয়েছে সৌদি দুতাবাস।
নির্দিষ্ট সময়ের মধ্যে সবাই হজে যেতে পারবেন বলেও জানান পরিচালক সাইফুল ইসলাম।