সরকারিভাবে বড় ইফতার পার্টি আয়োজন না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৬:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭১১ বার পড়া হয়েছে
আসন্ন রমজানে সরকারিভাবে বড় ধরনের ইফতার পার্টি আয়োজন না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে বেসরকারিভাবেও এ ধরনের ইফতার পার্টি আয়োজনকে নিরুৎসাহিত করার কথা বলেছেন তিনি। বিকেলে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। রমজান মাসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। শেখ হাসিনার সভাপতিত্বে এতে অংশ নেন মন্ত্রিসভার সদস্য, মন্ত্রিপরিষদ সচিবসহ ও বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।
পরে সচিবালয়ে ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। জানান, বৈঠকে অফশোর ব্যাংকিং আইন ২০২৪-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এসময় আসন্ন রমজানে অফিসের নতুন সময়সূচী নির্ধারনের তথ্য দেন তিনি। সরকারি অর্থ অপচয় রোধে রমজান মাসে লোক দেখানো কার্যক্রম থেকে বিরত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান মন্ত্রীপরিষদ সচিব। সম্প্রতি মন্ত্রিসভায় আকার বাড়তে পারে-এমন গুঞ্জন প্রসঙ্গে, এখন পর্যন্ত এবিষয়ে কোনো তথ্য নেই বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।