সরকারবিরোধী কর্মসুচিতে জনগণের অংশগ্রহণ দেখে ভীত আওয়ামী লীগ: মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৯:০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ১৫০১ বার পড়া হয়েছে
বিএনপির কর্মসুচিতে জনগণ স্বতস্ফূর্ত অংশগ্রহণ করায় ভীত হয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রাজপথে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তিসহ সব দাবি আদায় করা হবে বলে জানান বিএনপি মহাসচিব।
৩০ ডিসেম্বর সিরাজগঞ্জে জেলা বিএনপির সমাবেশে বাধা দেয়া আওয়ামীলীগ। প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি চালা বিএনপির মিছিলে। এতে ৫০জন নেতাকর্মীকে গুরুত্বর আহত হন। শহর জুড়ে ঘন্টা ব্যাপী চলে সংঘর্ষ।
হবিগঞ্জ, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় বিএনপির সমাবেশে হামলার বিষয়ে সংবাদ সন্মেলন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, হামলা ও বাধার মধ্যেও বিএনপির সমাবেশ গুলোতে জনসমাগম দেখে সরকার ভীত হয়ে পড়েছে। দেশের মানুষ জেগে উঠেছে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্তি করা জন্য।
মির্জা ফখরুল বলেন, সন্ত্রাসী কর্মকান্ড আওয়ামীলীগ সরকারের মূল অস্ত্র। এক দলীয় শাসনের নীল নকশা বাস্তবায়ন করতেই অতীতের মতো গুম খুনের পথ বেছে নিচ্ছে সরকার।
এসময় দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সিরাজগঞ্জের সমাবেশে হামলাকারীদের গ্রেফতার না করে উল্টো ৮’শ বিএনপি নেতা কর্মীর নামে মামলা দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আহতদের চিকিৎসার ব্যবস্থা নেয়া এবং আটককৃতদের মুক্তির দাবি জানানো হয়।