সম্রাটের চার্জ শুনানির তারিখ পেছালো
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন-দুদকের করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চার্জ শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ৮ নভেম্বর শুনানির নতুন দিন ঠিক করেছে আদালত।
ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে মামলার চার্জ গঠন বিষয়ে শুনানির দিন ঠিক ছিল। কিন্তু আসামিপক্ষ চার্জ শুনানি পেছাতে সময় আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করে নতুন দিন ঠিক করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন সম্রাট। গত ২২ আগস্ট থেকে জামিনে আছেন তিনি। ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা দায়ের করেন।