সমুদ্র সীমার অধিকার রক্ষায় ৭৫ পরবর্তী কোন সরকার উদ্যোগ নেয়নি : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
পঁচাত্তর পরবর্তী সরকারগুলো নিজেদের জ্ঞানের অভাবে সমুদ্র সীমায় অধিকার রক্ষায় কোন উদ্যোগ নেয়নি বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌবাহিনীর ২টি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট এর সংযোজন অনুষ্ঠানে গণভবণ থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।
দেশের সমুদ্রসীমা সুরক্ষায় বাংলাদেশ নৌ-বাহিনীর নেভাল এভিয়েশনে সংযোজিত হলো আধুনিক আরও ২টি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট। গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট দুটির নামফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যুদ্ধ চায় না, তারপরেও বর্হিবিশ্বের শত্রুদের প্রতিহত করতে সক্ষমতা অর্জনে সরকার কাজ করছে।ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বের অর্থনীতিতে যে মন্দাভাব চলছে নিজেদের সম্পদ কাজে লাগিয়ে তা থেকে উত্তরণের বাংলাদেশ পথ খুঁজছে বলেও জানান প্রধানমন্ত্রী।
সংকট মোকাবিলায় সমুদ্রসীমার অর্থনীতিকে কাজে লাগানো কথা ভাবছে বলে জানান সরকার প্রধান।