সরকার সহযোগিতা করছে বলেই বিএনপি কর্মসূচি করতে পারছে : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
- / ১৭৬৪ বার পড়া হয়েছে
অগ্নিসন্ত্রাসের ভয়ে বিএনপির সমাবেশকে ঘিরে পরিবহণ মালিকরা গাড়ি চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শনে গিয়ে তিনি আরো বলেন, গণপরিবহন মালিক ও শ্রমিক সংগঠনে বিএনপি, আওয়ামী লীগ,জাতীয়পার্টিসহ সব বাম দলের নেতারাই যুক্ত আছেন।
তাই তাদের সিদ্ধান্তে সরকারের প্রভাব ফেলার সুযোগ নেই। মন্ত্রী বলেন, প্রতিটি সমাবেশে সরকার সহযোগিতা করছে বলেই বিএনপি কর্মসূচি সফল করতে পারছে।
সব অপপ্রচার উপেক্ষা করে আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডের মাঠে লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করবে চট্টগ্রামের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেই আছেন।