সমগ্র বিশ্ব সরকারের প্রশংসা করলেও বিএনপি এই সংস্কৃতি লালন করে না :তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
সমগ্র বিশ্ব সরকারের প্রশংসা করলেও বিএনপি এই সংস্কৃতি লালন করে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় করোনার দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের নেতাকর্মীরাও সারাদেশে দলীয় ত্রাণ বিতরণ ও মনিটরিং সেল অব্যাহত রেখেছেন বলে জানান হাছান মাহমুদ। এছাড়া ত্রাণ বিতরণে অনিয়ম হচ্ছে-বিএনপির এমন অভিযোগের জবাবে তিনি বলেন, যারা ক্ষমতায় থাকতে পরপর পাঁচবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে তারা কিভাবে ত্রাণে অনিয়ম-দুর্নীতির কথা বলে। এর আগে বিকেলে মনিটরিং সেলের কাজ পরিদর্শন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।