সংসদের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব বাধা-বিপত্তি ও ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই গতি যেন আর কেউ রোধ করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, যতই সমালোচনা হোক, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সরকার কাজ করে যাচ্ছে এবং যাবে। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে রোববার সংসদ নেতা শেখ হাসিনা একথা বলেন। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন হওয়ায় এটি সম্ভব হয়েছে। সঠিক দিকনির্দেশনা নিয়ে রাষ্ট্র পরিচালিত হওয়ায় মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও সংসদকে জানান তিনি।