সপ্তাহ পার না হতেই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৬২৯ বার পড়া হয়েছে
সপ্তাহ পার না হতেই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ২৯টি শেল্টার।
গেলরাতে ক্যাম্পে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক মো. নাইমুল হক জানান, ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন তিনটি ব্লকে আগুন লাগে। এসময় ২৯টি সেলটার সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ক্যাম্পে পুলিশি নিরাপত্তাও জোরদার করা হয়েছে বলে জানান তিনি। গত বছরের ২২ মার্চ রাতে উখিয়ার ৮ ও ৯ নম্বর ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু বসতবাড়ি পুড়ে যায়। প্রাণ হারান ১৫ রোহিঙ্গা।