সপ্তাহের ব্যবধানে কমেছে পেয়াজের ঝাঝ
- আপডেট সময় : ১২:৫৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
- / ১৫৯২ বার পড়া হয়েছে
গত এক সপ্তাহের ব্যবধানে কমেছে পেয়াজের ঝাঝ।আমদানি ভালো থাকায় খুচরা পর্যায়ে দাম কিছুটা কম বলে জানায় বিক্রেতারা আর ক্রেতারা জানান যথাযথ মনিটরিং না থাকায় রান্নার অতি প্রয়োজনীয় এই উপাদানটির দাম চলে যাচ্ছে হাতের নাগালের বাইরে। এদিকে গত দুইদিন টানা বৃষ্টি হওয়ায় কমেছে সবজির দামও এছাড়া বর্ষা মৌসুম হওয়ায় মাছের বাজারেও রয়েছে ক্রেতাদের স্বস্তি।
দেশে জনজীবন স্বাভাবিক হওয়ায় প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে।কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে ১১৪ টাকা থেকে কমে কেজি প্রতি দেশি পেয়াজ বিক্রি হচ্ছে ১০৬ থেকে ১০৮ টাকায়।
টানা দুইদিনের বর্ষনের প্রভাব পড়েছে কাচা বাজারে সব ধরনের সবজির দাম কমেছে কেজি প্রতি দশ থেকে বিশ টাকা, দাম কমার এ তালিকায় রয়েছে ডিমও। এদিকে ইলিশের ভরা মৌসুমে বাজারে কাঙ্ক্ষিত দামে মিলছে না মাছটি। এছাড়া মিঠা পানির অন্যান্য মাছের দাম তুলনামুলক কম।এদিকে ব্রয়লার ও সোনালি মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকায় রয়েছে সব ধরনের চালের দাম প্রতি কেজি মোটা ও চিকন চালের দাম বেড়েছে দুই থেকে তিন টাকা। সাদমান সাকিব, এস এ টিভি, ঢাকা