সন্ত্রাসী হামলায় যশোরের সাংবাদিক নজরুল ইসলাম গুরুতর আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৬৮৭ বার পড়া হয়েছে
সন্ত্রাসী হামলায় গুরুতর জখম হয়েছেন যশোরের সাংবাদিক নজরুল ইসলাম। শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়ে দুপুরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ইকবাল নামের এক সন্ত্রাসী।
নজরুল ঢাকা থেকে প্রকাশিত সাম্প্রতিক দেশকাল ও বার্তাকন্ঠ পত্রিকার সংবাদ দাতা। দুপুরে নাভারণ সাতক্ষীরা মোড়ে এইচবি ট্রেডার্সের সামনে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে নাভারণ হাসপাতালে ভর্তি করে। এদিকে, নাভারন বাজার থেকে ইকবালকে ধারালো অস্ত্রসহ আটক করেছে পুলিশ। পরে স্থানীয় সাংবাদিকদের সহায়তায় শার্শা থানায় একটি মামলা করা হয় ইকবালের বিরুদ্ধে।















