সন্তু লারমা গ্রুপের ব্রাশফায়ারে ইউপিডিএফ প্রসীত গ্রুপের দু’জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
- / ১৭৩০ বার পড়া হয়েছে
রাঙ্গামাটির লংগদুতে সন্তু লারমা গ্রুপের ব্রাশফায়ারে ইউপিডিএফ প্রসীত গ্রুপের কালেক্টরসহ দু’জন নিহত হয়েছে। তাদের নাম-তিনক চাকমা ও ধন্যমতি চাকমা।
উপজেলার লংগদু ইউনিয়নের মনপতি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লংগদু ইউনিয়নের মনপতি বাজার এলাকায় জেএসএস-সন্তু লারমা গ্রুপের ১০-১২ জন সশস্ত্র সদস্য ইউপিডিএফ-প্রসীত গ্রুপের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় ইউপিডিএফস সদস্য তিনক চাকমা ও স্থানীয় পাহাড়ি ধন্যমতি চাকমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সহকারী পুলিশ সুপার লংগদু সার্কেল আবদুল আউয়াল বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগবে পুলিশের। পরে বিস্তারিত জানা যাবে।