সততাকে প্রাধান্য দিয়ে আইন পেশায় আসতে হবে : প্রধান বিচারপতি
- আপডেট সময় : ০৯:০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, সততাকে প্রাধান্য দিয়ে আইন পেশায় আসতে হবে। অর্থকে প্রাধান্য দেয়ায় দেশে ভাল আইনজীবী তৈরি হচ্ছে না।
পার্লামেন্টেও আইনজীবী কমে যাচ্ছে জানিয়ে শিক্ষার্থীদের ভাল আইনজীবী হয়ে গড়ে উঠার আহবান জানান তিনি। সকালে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ল’ ক্লিনিক উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি। একজন ভাল আইনজীবীর সম্মান একজন বিচারপতির চেয়ে কম নয় বলে মন্তব্য করেন হাসান ফয়েজ সিদ্দিকী।
দেশের বেসরকারী বিশ্বিদ্যালয়গুলোর মধ্যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো ল-ক্লিনিক চালু করেছে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ল ক্লিনিকের উদ্বোধন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
অনুষ্ঠানে ইষ্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, গণতন্ত্র ও আইনের শাসন একটি দেশের সবকিছুকে স্থিতিশীল করে।
প্রধান অতিথির বক্তব্যে, অর্থ নয় সততাকেই প্রাধান্য দিয়ে আইন পেশায় আসতে শিক্ষার্থীদের আহবান জানান প্রধান বিচারপ্রতি। একজন ভালো আইনজীবী হতে হলে, পরিশ্রমের বিকল্প নেই বলেও জানান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।