সড়ক দুর্ঘটনায় ফরিদপুরে বাবা-ছেলেসহ দিনাজপুর ও নরসিংদীতে ৭ জন নিহত

- আপডেট সময় : ০১:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
- / ১৭৪১ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় ফরিদপুরে বাবা-ছেলেসহ দিনাজপুর ও নরসিংদীতে ৭ জন নিহত হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছে। দুপুরে উপজেলার হামিরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দিনাজপুর সদরের কাউগাবাজারের এক দোকানে নিয়ন্ত্রণহীন ট্যাংক লরি ঢুকে নৈশপ্রহরীসহ দুজনের মৃত্যু হয়েছে। কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন জানান, ভোরে দিনাজপুর টু ফুলবাড়ী রোড়ের পাশে এক চায়ের দোকানে ঢুকে পড়ে ট্যাংক লরি। এসময় লরি চাপায় নৈশপ্রহরী আজহার আলী ও গ্রাহক রানা ঘটনাস্থলেই নিহত হন।
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনার চৈতাবে বাস-মাইক্রোবাস সংঘর্ষে চালকসহ দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ যাত্রী আহত হন। পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি সিলেটের দিকে যাচ্ছিলো। নরসিংদীর পাঁচদোনায় পৌঁছালে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস আরেকটি গাড়ীকে ওভারটেক করলে মাইক্রোবাসে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।