সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দূরত্ব সৃষ্টিতে সেনাবাহিনী
- আপডেট সময় : ১২:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দূরত্ব সৃষ্টিতে সিভিল প্রশাসনকে সহায়তায় কুমিল্লা, মানিকগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় নেমেছে সেনাবাহিনী।
কুমিল্লায় মাঠে নেমেছে সেনাবাহিনী। দুপুরে দিকে নগরীর কান্দিরপাড় এলাকায় আসে সেনাবাহিনীর একটি টহলদল। পরে তারা নগরীর বিভিন্ন সড়কে মহড়া দেয়। এসময় হ্যান্ডমাইকে সরকারি নির্দেশনা অনুযায়ী দোকানপাট বন্ধ রাখারও নির্দেশনা দেন তারা।
দুপুর থেকে মানিকগঞ্জ শহরে গাড়ীতে করে সেনা সদস্যরা টহল দিচ্ছে। এদিকে গণবিজ্ঞপ্তি দিয়ে জেলা প্রশাসন শপিংমল, বানিজ্যকেন্দ্র, রেস্টুরেন্ট, সাপ্তাহিক হাটসহ জনসমাগম হয়– এমন সব স্থান বন্ধের নির্দেশ দিয়েছে।
সুনামগঞ্জে টহল দিচ্ছে সেনাবাহিনীসহ পুলিশ বাহিনীর সদস্যরা। প্রতিটি পাড়া-মহল্লায় মাইকিং করে তারা দোকান-পাট বন্ধ করে দিয়েছে। অন্যদিকে যানচলাচলও বন্ধ রয়েছে।
ময়মনসিংহে মাঠে নেমেছে সেনাবাহিনী। জেলা প্রশাসনকে সহায়তায় সকাল ৮টা থেকে সেনাবাহিনীর ৪টি প্লাটুন সিটি কর্পোরেশনসহ জেলার ১৩টি উপজেলায় টহল শুরু করেছে। এ সময় মাইকিং করে জনগণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক নানা দিক নির্দেশনাও দেয় তারা।