সকাল ৮টায় শুরু হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ
- আপডেট সময় : ১০:০৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / ১৮৪৮ বার পড়া হয়েছে
সকাল ৮টায় শুরু হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
চট্টগ্রামে সকাল থেকেই ভোটার উপস্থিতি একেবারেই কম। অধিকাংশ ভোট কেন্দ্রে নৌকার এজেন্ট ছাড়া অন্য কোন প্রার্থীর এজেন্ট চোখে পড়েনি। ভোট গ্রহণ শুরুর এক ঘন্টায় অনেক কেন্দ্রে ২ টি কোন কেন্দ্রে ৩/৪ টি করে ভোট পড়ে। চট্টগ্রাম ১১ আসনের ৩৯ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি কেন্দ্রে আওয়ামী লীগ এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেছেন আওয়ামী লীগেরই প্রার্থী এম.এ লতিফ। তবে পুলিশ কমিশনারের দাবি উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ মজুমদার বলেছেন, মানুষ আগুন সন্ত্রাস চায়না। ভোটার উপস্থিতি তাই প্রমাণ করে। ভোটাররা আবারও প্রমাণ করবে শেখ হাসিনার উন্নয়নের পক্ষেই আছেন তারা। সকালে নিজ আসন নিয়ামতপুর উপজেলার শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী ।
রাজশাহীর ৫ আসনের ৭৭০টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। তবে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম। কেন্দ্রগুলোতে স্বতন্ত্র প্রার্থীদের পোলিং এজেন্টদের প্রবেশে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জে ৫ আসনে নৌকা ও লাঙ্গলসহ বিভিন্ন দলের ৩৪ প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল দিনাজপুরে সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম জানান, জেলার ৬ আসনে ২৮ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে দিনাজপুর-২ আসনের জাতীয় পার্টীর প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
ফেনীর ৩ আসনে ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তায় কেন্দ্র ও কেন্দ্রের বাইরে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী। এছাড়াও রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন মোবাইল টিম।
ঝিনাইদহের ৪ আসনের ৬ উপজেলার ৫৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৬ প্রার্থী।