সকালে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ১৬১৪ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপে কাল মেলবোর্নে প্রথম ম্যাচে সকালে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। দিনের অন্য ম্যাচে একই মাঠে দুপুর ২টায় নিউজিল্যান্ডের প্রতিপক্ষ আফগানিস্তান।
স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচে অজিদের ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে কিউইরা। এই ম্যাচ জিতে জয়ের ধারায় থাকতে চায় নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। এদিকে, প্রথম ম্যাচে হেরে কিছুটা চাপে আফগানিস্তান। তাই এই ম্যাচ জিততে মরিয়া আফগান শিবির। এদিকে, সুপার টুয়েলভে প্রথম ম্যাচ জিতে বিশ্বকাপ মিশন শুরু করেছে ইংল্যান্ড। প্রতিপক্ষে সহজ হওয়ায় এই ম্যাচ জিততে আশাবাদী ইংলিশরা। শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচ হারলেও ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় আয়ারল্যান্ড।