সকল বিশ্ববিদ্যালয়কে একাডেমিক মাস্টার প্ল্যান প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর
- আপডেট সময় : ০৮:১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
দেশের উচ্চশিক্ষাকে আরো গতিশীল করতে সকল বিশ্ববিদ্যালয়কে একাডেমিক মাস্টার প্ল্যান প্রণয়নের আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর মান নির্ধারণে মাস্টারপ্ল্যান ভুমিকা রাখবে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এডুকেশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় শিক্ষামন্ত্রী আরো বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু সনদ অর্জন নয়, দক্ষতা ও গবেষণার ওপরও জোর দিতে হবে।
এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের-ইরাবের আয়োজনে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো দিনব্যাপী অনুষ্ঠিত হলো বাংলাদেশ এডুকেশন এক্সপো ২০২৩ । মেলায় এক ছাদের নিচে বসেই সব ধরনের তথ্য পাচ্ছেন দেশ-বিদেশে উচ্চশিক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা । এই মেলায় শতভাগ পর্যন্ত শিক্ষাবৃত্তি নিয়ে অংশ নিয়েছে দেশ বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো।
এছাড়া ৬০টির বেশি বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইন্সটিটিউটসহ বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান তাদের গবেষণা, প্রকাশনা ও উদ্ভাবন উপস্থাপন করে।
একই স্থানে দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য পেয়ে খুশি শিক্ষার্থীরাও। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, দেশ এগিয়ে নেয়ার ক্ষেত্রে শিক্ষা গুরুত্বপুর্ণ উপকরণ। শিক্ষাকে এগিয়ে নিতে সকল বিশ্ববিদ্যালয়গুলোকে মাস্টারপ্ল্যান প্রণয়ন করতে হবে । পরে পুরো মেলা পরিদর্শন করেন ডা. দীপু মনি ।