সকল পুলিশ সদস্যকে ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ আইজিপির
- আপডেট সময় : ০৮:০৬:১২ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
- / ১৭৭৮ বার পড়া হয়েছে
আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশের পুলিশ সদস্যদের নিজ নিজ পুলিশ লাইন্স, দপ্তরে, পিওএম, ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম। পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা নিজ বাহিনীর সদস্যদের নির্দেশ দেন তিনি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে নতুন করে শুরু করার আশা প্রকাশ করেন নব নিযুক্ত আইজিপি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ মানুষ ও পুলিশসহ অনেকেই নিহত হয়েছে এ জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
দায়িত্ব নিয়ে প্রথম দিনে পুলিশ হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলন করেন পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম।
জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ কবে থেকে কর্মস্থলে যোগ দিবেন এ বিষয়ে জানাতে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। এসময় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সব মেট্টপলিটন জেলা, নৌ, রেলওয়ে ও হাইওয়ে থানার অফিসার ও ফোর্সকে নিজ নিজ পুলিশ লাইন্সে যোগদানের জন্য নির্দেশ দেন নতুন আইজিপি।
ছাত্র আন্দোলন দমনের সময় ভুলত্রুটি থাকার কথা স্বীকার করে আইজিপি বলেন, ছাত্র, সাধারণ মানুষ, পুলিশসহ অনেকেই নিহত হয়েছেন।
জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সব কিছু আবার নতুন করে শুরুর কথা জানান তিনি।
পুলিশ বাহিনীর শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সব স্তরের সহকর্মীদের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম।