সংস্কারের অভাবে বেহলা নেত্রকোনা পৌরসভার বিভিন্ন সড়ক
- আপডেট সময় : ১২:২৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬০৪ বার পড়া হয়েছে
সংস্কারের অভাবে বেহলা নেত্রকোনা পৌরসভার ছোটবড় বিভিন্ন সড়ক। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়ার পরও এখানো অনেক সড়ক কাঁচা। দীর্ঘদিন মেরামত না হওয়ায় অনেক পাকা রাস্তা ভেঙ্গে সৃষ্টি হয়েছে খানাখন্দ। চরম দুর্ভোগ পোহাচ্ছে সারধণ মানুষ। তবে সড়ক সংস্কারে দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পৌরসভা নির্বাহী প্রকৌশলী।
১৮৮৭ সালে স্থাপিত হয়েছে নেত্রকোনা পৌরসভা। ১৯৯৬ সালে ১০ অক্টোবর এটি ক-শ্রেণীতে উন্নীত হয়। এরপর থেকে শহরের রাস্তাঘাটের অবকাঠামোগত উন্নয়ন হলেও এখনো কাঁচা সড়ক দিয়ে চলাচল করতে হয় সাধারণ মানুষের। বিশেষ করে ৯নং ওয়ার্ডের বলাইনগুয়া এলাকায় অনেক কাঁচা সড়ক রয়েছে। এদিকে, শহরের সিভিল সার্জন অফিসের সামনে সড়ক, কাটলী, পাটপট্টি, সাতপাই, গরুহাট্টা রোডসহ বিভিন্ন সড়কের অবস্থা খুবই নাজুক। বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন হচ্ছে। দ্রুত সংস্কারের দাবী স্থানীয়দের। গেল কিছুদিন আগে দেশে বৈষম্যবিরোধী আন্দোলন সময়ে অনেক দরপত্রের মেয়াদ চলে যায়। ফলে নতুন করে দরপত্র আহ্বান করা হবে। এছাড়াও প্রক্রিয়াধীন রয়েছে অনেকটি। তবে দ্রুত কাজ করার আশ্বাস প্রদান করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী। শুধু আশ্বাস নয়, দ্রুত কাঁচা, পাকা ও ভাঙ্গা সড়ক সংস্কার করে জনগনের দুর্ভোগ লাঘব করবে, এমন প্রত্যাশা পৌরবাসীর।