সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকারের নির্বাচনগুলো সম্পন্ন করতে চায় ইসি
- আপডেট সময় : ০১:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকারের নির্বাচনগুলো সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন-ইসি। এরই ধারবাহিকতায় অর্ধশতাধিক ইউপি ও পৌরসভা নির্বাচনের সিদ্ধান্ত আসতে পারে আজ। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছেন, নির্বাচনগুলোর দিন-ক্ষণ ঠিক করতে ১৮তম সভায় বসবে কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকটি দুপুর আড়াইটায় হওয়ার কথা। সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে, পৌরসভা সাধারণ নির্বাচন; ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন; স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য শূন্য পদের নির্বাচন; নির্বাচনকালীন অফিস সময়ের পরে এবং সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের জন্য অ্যাপায়ন বাবদ অর্থ দেয়ার নীতিমালা এবং বিবিধ। জানা গেছে, বৈঠকে ২১টি ইউপি সাধারণ, ২০টি ইউপির বিভিন্ন পদে উপনির্বাচন, সাত পৌরসভায় সাধারণ, দশটির মতো পৌরসভার বিভিন্ন পদে উপনির্বাচন এবং তিন উপজেলার ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদ উপনির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হবে।