সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে : বিশিষ্টজনদের বিবৃতি
- আপডেট সময় : ০৮:০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
- / ১৭২১ বার পড়া হয়েছে
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এসব সড়যন্ত্র প্রতিরোধে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন আলোচকরা। তারা বলেন, দেশ থেকে সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে সব সময় মুক্তিযোদ্ধাদের সোচ্ছার থাকতে হবে। দুপুরে রাজধানীতে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জেলা ও বিভাগীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের কমান্ডাররা অংশ নেয়।
এসময়, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের আয়োজন করা, মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো, নিদিষ্ট হাসপাতালে চিকিৎসাসেবা চালুসহ ১৫ দফা দাবি তুলে ধরেন মুক্তিযোদ্ধারা। আলোচনায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের মধ্যে কোন রাজাকার থাকলে তাদের খুজে বের করে সনদ বাতিল করা হবে।
দেশে সড়যন্ত্র হচ্ছে জানিয়ে সকল মুক্তিযোদ্ধাদের তা মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহবান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, আদালতের ভুল সিদ্ধান্তের কারণে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন বন্ধ রয়েছে। বিদ্যমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী।