সংসদে ইসি গঠন বিলের প্রস্তাব পেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫২৫ বার পড়া হয়েছে
সংসদে উত্থাপিত নির্বাচন কমিশন গঠন বিল নিয়ে অধিবেশনে সাধারণ আলোচনা চলছে। এরপরেই পাশ হতে পারে বহুল আলোচিত বিলটি।
প্রস্তাব উত্থাপনের পর আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এই আইন প্রণয়নে তড়িঘড়ি করা হয়নি। এই আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়। বিএনপির সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, এই আইন পাশ হলে ছুঁতো ধরে আন্দোলনের পথ বন্ধ হবে।
আলোচনায় অংশ নিয়ে বিএনপির এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, এই বিল পাশ হলে জনগণের কোন কল্যাণ হবে না। শুধু নির্বাচন মন্ত্রণালয় গঠনের প্রক্রিয়া ত্বরান্ত্বিত হবে।