সংলাপ শেষে সরকার হঠানোর গণআন্দোলন : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৯:০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
সরকার অপসারণের ঐক্যবদ্ধ আন্দোলনে বিএনপির সাথে বাংলাদেশ জাতীয় পার্টি মাঠে থাকবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুগপৎ এই আন্দোলনে নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বাংলাদেশ জাতীয় পার্টির সাথে রাজধানীর গুলশানে দ্বিতীয় ধাপের সংলাপ শেষে একথা বলেন তিনি। বিভিন্ন দলের সাথে সংলাপ শেষে শিগগিরই সরকার হঠাতে গণআন্দোলন শুরু হবে বলেও জানান মির্জা ফখরুল।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সরকার বিরোধ জাতীয় ঐক্য গড়তে বাংলাদেশ জাতীয় পার্টির সাথে দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনে, সংলাপে বসে বিএনপি।
বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর ৯ সদস্যের বাংলাদেশ জাতীয় পার্টির নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
বৈঠক শেষে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন,বর্তমান আওয়ামী সরকার বিরোধী সবাইকে একত্রিত করা মূল লক্ষ্য নিয়েই আলোচনা হয়েছে।
আর বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়াসহ রাজনৈতিক বন্দিদের মুক্তি, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, নতুন নির্বাচন কমিশন গঠনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।
সরকার বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য শুরুর বিষয়ে ঐক্যমত্য হওয়ার কথা জানান তিনি।
বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ শেষে সরকার হটাতে গণআন্দোলন শুরু করা হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।