সংলাপে বিএনপিসহ বাকি দলগুলো অংশ নেবার প্রত্যাশা ইসির

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বিএনপিসহ বাকি দলগুলো অংশ নেবে আশা করছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। সকালে খুলনায় গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিতে কমিশন সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। রাশেদা সুলতানা বলেন, সিদ্ধান্ত অনুযায়ী সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম দিয়ে ভোট করতে ইচ্ছুক কমিশন। ইভিএম নিয়ে বিভ্রান্তি দূর করতে প্রয়োজনীয় সব করছেন তারা। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সংলাপে খুলনা বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও থানা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।