সংরক্ষিত বনভূমিতে বঙ্গবন্ধু একাডেমি করতে চাওয়ার প্রস্তাব বাতিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
কক্সবাজার ৭০০ একর সংরক্ষিত বনভূমিতে বঙ্গবন্ধু একাডেমি করতে চাওয়ার প্রস্তাব বাতিল করেছে ভূমি মন্ত্রণালয়। গত ১০ই নভেম্বর এ সিদ্ধান্ত হয় বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সকালে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে “বাংলাদেশে উদ্ভিদের লাল তালিকা বই প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, বনটা রক্ষা পেল। ৩ দশমিক ৬ ২০২১ সাথে বরাদ্দ করা হয়েছিল। বনই থাকবে। সেখানে অল্প কিছু অবৈধ বসতি আছে, সেটি উচ্ছেদ করা হবে। এখনও সেখানে কোন আবাসন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাজের চাপ কমাতে প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।