সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে : দীপু মনি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
এদিকে..শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ভিসানীতি নিয়ে সরকার কোনো চাপে নেই, সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে
সকালে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী আরো বলেন, ভিসানীতি বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের ওপর কোনো প্রভাব ফেলবে না। উন্নত দেশগুলো খুব আগ্রহী, যেনো বাংলাদেশের মতো দেশ থেকে তাদের দেশে শিক্ষার্থীরা যায়। পরে দৃষ্টিনন্দন ডিসপ্লে প্রদর্শন করে শিক্ষামন্ত্রী। পাঁচদিনব্যাপী এ প্রতিযোগিতা ১ অক্টোবরে শেষ হবে।