সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে সংসদ নির্বাচন হবে : প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ১৬২৩ বার পড়া হয়েছে
সংবিধান মেনেই যথা সময়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাতার ও সুইজারল্যান্ড সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগই ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে এবং সুষ্ঠু ভাবে ক্ষমতা হস্তান্তরের দৃষ্টান্ত স্থাপন করেছে। শেখ হাসিনা বলেন, যারা ভোট ডাকাতি করেছে তারাই আজ আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট চুরির অপবাদ দিচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফর নিয়ে গণমাধ্যমের উপস্থাপিত প্রতিবেদন সঠিক হয়নি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে। শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্রের কাছে কি বলতে হবে ভারত তা জানে এক্ষেত্রে বাংলাদেশের ওকালতি করার কিছু নেই ।