সংঘবদ্ধ ব্যাংক ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন অপরাধী চক্রের সদস্যরা। এমন খবর পেয়েছিল ব্রাজিলের পুলিশ। গোপন এ খবরের ভিত্তিতে আগাম অভিযান চালিয়ে ডাকাতির পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে তারা। এই অভিযানে নিহত হয়েছেন ২০ জন।
ব্রাজিলের ফেডারেল হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বিভিন্ন ব্যাংকের স্থানীয় শাখা ও এটিএম বুথে সমন্বিতভাবে ডাকাতি করতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাইস গেরাইসের ভারগিনহা শহরের পাশে দুটি খামারে অপরাধী চক্রের সদস্যরা জড়ো হয়েছেন—এমন খবর ছিল পুলিশের কাছে। এরই ভিত্তিতে স্থানীয় সময় রোববার খামার দুটিতে পৃথক অভিযান চালায় পুলিশ।
অভিযানে অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। এর মধ্যে একটি খামারে অভিযানে নিহত হন অপরাধী চক্রের ১৮ সদস্য। অন্য খামারে দুজন নিহত হন। তবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি। নিহত ব্যক্তিদের মধ্যে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য নেই।
অভিযানে ওই দুই খামার থেকে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করার কথা জানিয়েছে পুলিশ। এর মধ্যে রাইফেল ও গ্রেনেডও রয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে চুরি করে আনা কয়েকটি যানবাহন।