সংক্রমণের উর্ধ্বগতি অব্যাহত থাকলে হাসপাতালোতেও জায়গা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
বর্তমান পরিস্থিতির মতো করোনার সংক্রমণের উর্ধ্বগতি অব্যাহত থাকলে হাসপাতালেও জায়গা হবে না বলে সতর্ক করে দিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সংক্রমণ কমাতে সরকারের দেয়া বিধিনিষেধ মেনে চলার বিকল্প নেই।
দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব কনভেনশন সেন্টারে করোনা ফিল্ড হাসপাতাল তৈরির কাজের অগ্রগতি পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে উল্লেখ করে তিনি জানান, ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিরপুরের লালকুঠি এবং টঙ্গীর আহসানউল্লাহ হাসপাতালসহ কয়েকটি হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে।