৬০ বছরের বেশি বয়সীরা চীনের সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা নিলে, তাদের তৃতীয় ডোজ দিতে সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সোমবার ডব্লিউএইচও’র টিকা বিষয়ক উপদেষ্টারা এই সুপারিশ করেন। ডব্লিউএইচও’র টিকা বিশেষজ্ঞদের নীতিনির্ধারণী দল বলছে, ৬০ বছরের বেশি বয়সী যাঁরা সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা নিয়েছেন, তাঁদের তৃতীয় ডোজ টিকা নেয়া উচিত। যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাঁদের ক্ষেত্রেই এই বুস্টার ডোজ টিকার সুপারিশ করা হয়েছে। করোনাভাইরাস মহামারি রোধে ফাইজার-বায়োএনটেক, জনসন, মডার্না, সিনোফার্ম, সিনোভ্যাক ও অ্যাস্ট্রাজেনেকার টিকা জরুরি ব্যবহারের জন্য ডব্লিউএইচও’র অনুমোদন পেয়েছে।