ষষ্ঠ শিরোপা জয়ের আনন্দে আত্মহারা অস্ট্রেলিয়া
- আপডেট সময় : ০৭:৫২:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
- / ১৮৫৪ বার পড়া হয়েছে
ওয়ানডে বিশ্বকাপে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয়ের আনন্দে আত্মহারা অস্ট্রেলিয়া। এবারের ট্রফিকে অনেক ত্যাগের ফসল হিসেবে দেখছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। অন্যদিকে বাজে হারে শিরোপা হাতছাড়া হলেও ক্রিকেটারদের নিয়ে গর্বিত ভারতের কোচ রাহুল দ্রাবিড়।
ভারতের আইকনিক নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যা হচ্ছে শুধু একটা দলকে কেন্দ্র করে। সর্বাধিক ষষ্ঠ শিরোপা জয়ের উৎসবে মাতোয়ারা মাইটি অস্ট্রেলিয়া। যার বাইরে শুধুই না পাওয়ার আক্ষেপ যে আক্ষেপ অজিদের আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।
২০১৫ বিশ্বকাপ জয়ী ৭ ক্রিকেটার আরও একবার উচিয়ে ধরলেন শিরোপা। যারা আগেরবারের চেয়ে এগিয়ে রাখলেন এবারের শ্রেষ্ঠকে। ব্যতিক্রম নন প্যাট কামিন্স। নীল সমুদ্রে হলুদের ঢেউ তুলে বাকরূদ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক। ২০০৭ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে হয়েছিলো ভারতকে। অধিনায়ক হয়ে সেবার দলের ভরাডুবির সাক্ষী হন রাহুল দ্রাবিড়। কোচের দায়িত্ব নিয়ে দলকে ফাইনালে তুলে ১৬ বছর পর আরও একবার খালি হাতে ফিরতে হলো। অথচ চেনা কন্ডিশনের সঙ্গে রোহিত,কোহলি,শামিদের উড়ন্ত ফর্মে এগিয়ে ছিলো ভারত। তাহলে কেন এমন ভরাডুবি?। ভারতের যেখানে শেষ সেখান থেকেই উৎসবের শুরু অস্ট্রেলিয়ার। ২০১৫ সালের পর আবারও নিজ দেশে রাজার বেশে স্মিথ, কামিন্স ডেভিড ওয়ার্নাররা।