শ্রীলঙ্কায় গণবিক্ষোভের মুখে প্রত্যাহার হলো জরুরি অবস্থা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১৬৪০ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কায় গণবিক্ষোভের মুখে প্রত্যাহার হলো জরুরি অবস্থা। বুধবার এ অধ্যাদেশ তুলে নেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
এদিকে, নানামুখী সংকটে বিপর্যস্ত দেশটিতে নিয়োগের একদিন পরই পদত্যাগ করেছেন দেশটির অর্থমন্ত্রী আলী সাবরি। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেয়ার সময় তিনি জানান, দেশের স্বার্থেই তার এ সিদ্ধান্ত। বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসা শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বাতিলের আহ্বান জানিয়েছেন।
অর্থনৈতিক ও বৈদেশিক মুদ্রা সংকটের কারণে ভয়াবহ লোডশেডিং এবং আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে শ্রীলঙ্কা। এর প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন সাধারণ মানুষ, যা দ্রুত রূপ নেয় নিয়েছে সরকারবিরোধী আন্দোলনে। পরিস্থিতি সামাল দিতে গত ১ এপ্রিল জরুরি অবস্থা জারি করে শ্রীলঙ্কা সরকার।























