শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে
- আপডেট সময় : ০৭:০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। দেশটির প্রধান বিচারপতি জয়ন্তা জয়সুরিয়ার কাছে তিনি শপথবাক্য পাঠ করেন। শপথ গ্রহণের পর রনিল বিক্রমাসিংহে বলেন, সংবিধান সমুন্নত রাখতে ২০ জুলাই সব সংসদ সদস্য যেন স্বাধীনভাবে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করতে পারেন, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ কমিটি গঠন করেছেন নতুন প্রেসিডেন্ট। তবে রনিল বিক্রমাসিংহের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা। বিক্ষোভকারী জনতা এই পদে রনিল বিক্রমাসিংহেকে মেনে নেবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এদিকে, সবশেষ
তথ্য অনুসারে মালদ্বীপ থেকে সিঙ্গাপুর পৌঁছেছেন পলাতক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। রাজনৈতিক আশ্রয় না চাইলেও, সেখানেই স্ত্রী’সহ রয়েছেন তিনি। এরপর সৌদি আরবে যেতে পারেন গোতাবায়া। সিঙ্গাপুর সরকারও জানিয়ে দিয়েছে, ব্যক্তিগত সফরেই এসেছেন গোতাবায়া। রাজনৈতিক আশ্রয় তিনি পাবেন না।