শ্রীলংকায় রাজাপাকশে চার জাতি ফুটবল টুর্নামেন্টে জিতেছে বাংলাদেশ

- আপডেট সময় : ০৮:১৯:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
- / ১৫০২ বার পড়া হয়েছে
শ্রীলংকায় রাজাপাকশে চার জাতি ফুটবল টুর্নামেন্টে জিতেছে বাংলাদেশ। দীর্ঘ ১৮ বছর পর মালদ্বীপকে হারালো লাল সবুজ প্রতিনিধিরা। ২-১ গোলের জয়ে ফাইনাল খেলার স্বপ্ন টিকিয়ে রাখলো বাংলাদেশ।
শ্রীলংকার রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মালদ্বীপকে চাপে রাখে বাংলাদেশ। সাফল্যও পায় দ্রুত। ম্যাচের ১২ মিনিটে জামাল ভূইয়ার গোলে লিড নেয় বাংলাদেশ। কিন্তু গোল পাওয়ার পর আধিপত্য ধরে রাখতে পারেনি তারা। এতে প্রথমার্ধেই ম্যাচে ফিরে মালদ্বীপ। ৩২ মিনিটে দলকে সমতায় ফেরান মোহামেদ উমাইর। ১-১ গোলের স্কোর নিয়ে বিরতিতে যায় দু’দল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। পাল্টা আক্রমণে গেছে মালদ্বীপও। তবে, গোলের দেখা পাচ্ছিলো না কোন দলই। ম্যাচ যখন ১-১ সমতায় শেষ হওয়ার উপক্রম, তখন বাংলাদেশকে সাফল্য এনে দেন ডিফেন্ডার তপু বর্মন। তাতেই ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ১৬ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে জামাল ভূইয়ারা।