শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
- আপডেট সময় : ০৭:৪৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- / ১৬২৫ বার পড়া হয়েছে
তানজিদ তামিম ও রিশাদ হোসেনের ব্যাটিং তাণ্ডবে শ্রীলংকার বিপক্ষে অনায়াসে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে জেনিথ লিয়ানাগে সেঞ্চুরির পরও ২৩৫ রানে অলআউট হয় শ্রীলংকা। জবাবে তানজিদ তামিমের ৮৪ আর রিশাদ হোসেনের ঝড়ো ৪৮ রানে ইনিংসে ৫৮ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ। ম্যাচসেরা রিশাদ আর সিরিজসেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত।
নিজেদের প্রিয় ফরম্যাট বলে কথা। ক’দিন আগে যে দলের কাছে টি-টুয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছে ওয়ানডেতে সে শ্রীলংকাকেই কিনা মাটিতে নামালো বাংলাদেশ। তিন বছর পর লঙ্কানদের বিপক্ষে এই সিরিজ জিতলো টাইগাররা। তৃতীয় ওয়ানডেতে ৪ উইকেটে জিতে ২-১ ব্যবধান সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।
২৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৫০ রানে ব্যক্তিগত ১২ রানে আউট হন লিটনের পরিবর্তে সুযোগ পাওয়া এনামুল বিজয়। অধিনায়ক নাজমুল শান্ত বিদায় নেন ১ রানে।
রান পেলেও ইনিংসে বড় করতে পারেননি হাওহিদ হৃদয়। রিয়াদও ব্যর্থতার বৃত্তে বন্দি।
তবে একপ্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিংয়ে ঠিক ফিফটি তুলে নেন সৌম্য সরকারের পরিবর্তে কনকাশন বদলি ওপেনার তানজিদ তামিম। যদিও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরেছেন তিনি। আউট হন ৮৪ রানে।
মিরাজকে সাথে নিয়ে অভিজ্ঞ মুশফিক দলকে জয়ের দিকে নিয়ে যান। তবে মিরাজ ২৫ রান করে দলীয় ১৭৮ রানে আউট হলে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।
এরপরের গল্পটা শুধুই রিশাদের। যার ১৮ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংসে সহজ জয় পায় বাংলাদেশ। ৩৭ রানে অবদান রাখেন মুশফিকুর রহিম।
এর আগে, চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলংকা। বাংলাদেশকে শুরুতেই সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। দলীয় ১৫ রানে দুই ওপেনার পাথুম নিশানকা ও আভিস্কা ফার্নান্দোকে ফেরান তিনি।
রান পেলেও ইনিংস বড় করতে পারেনি কুশাল মেন্ডিস, সামারা ভিকরামা, চ্যারিথ আসালাঙ্কারা। রিশাদের পর সফরকারী শিবিরে জোড়া আঘাত আনেন মোস্তাফিজুর রহমান। দুনিথ ভেল্লালাগে ও হাসারাঙ্গাও ফেরেন
তবে, সেঞ্চুরিতে জ্যানিথ লিয়ানাগে আগলে রাখেন দলকে। তার অপরাজিত ১০১ রানের ইনিংসের পরও ২৩৫ রানে অলআউট হয় শ্রীলংকা। যা জয়ের জন্য যথেস্ট ছিলো সফরকারীদের।