গাজীপুরের শ্রীপুরে এক আওয়ামী লীগ নেতার প্রাইভেটকারের নিচে চাপা পড়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। গাড়ি চাপায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানায় স্থানীয়রা।
সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নে রাজেন্দ্রপুর কাপাসিয়া সংযোগ সড়কের ধলাদিয়া ড্রিগী কলেজের সামনে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানা জানায় মরাদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। গাড়িটি জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তারুজ্জামানের। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। নিহত নারায়ণ চন্দ্র সাহা ঢাকার কেরানীগঞ্জর বাসিন্দা।