শ্রমিক সংকটে দিনাজপুরের বোরো চাষিরা
- আপডেট সময় : ০৬:০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫২৮ বার পড়া হয়েছে
শ্রমিক সংকটে পড়েছে দিনাজপুরের চাষিরা। জেলায় এখন পর্যন্ত বোরো ধান রোপন করা হয়েছে মাত্র ২৫ শতাংশ জমিতে। সার-ডিজেলের দাম বৃদ্ধির পাশাপাশি কৃষি শ্রমিকের অভাবে সময়মতো ধান রোপন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে কৃষি বিভাগ বলছে, শ্রমিক সংকট নিরসনে কৃষিকে যান্ত্রিক করা হচ্ছে।
দিনাজপুরে শুরু হয়েছে বোরো ধান রোপন। গত বছর এ সময়ে ৪৫ শতাংশ জমিতে বোরো ধান রোপন সম্পন্ন হলেও, এই মৌসুমে এ পর্যন্ত জেলায় বোরো ধান রোপন করা হয়েছে মাত্র ২৫ শতাংশ জমিতে। সার ডিজেলের দাম বৃদ্ধির সাথে নতুন করে যোগ হয়েছে কৃষি শ্রমিক সংকট।এবারে বোরো ধান উৎপাদন খরচ গেল বারের চেয়ে দ্বিগুণ হবে। বেড়েছে কৃষি সামগ্রীর দামও। নষ্ট হয়েছে অনেক বীজতলা।
স্থানীয় কৃষি অফিস বলছে, কৃষকদের সব রকম পরামর্শ দেয়া হচ্ছে। কৃষি প্রণোদনায় দেয়া হচ্ছে সার বীজ। লাইনিং ও পারচিং পদ্ধতি বিষয়ে কৃষকদের ধারণা দিচ্ছি।
স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় অনেক কৃষি শ্রমিক পেশা পাল্টাচ্ছে। যে কারণে কৃষিশ্রমিক সংকটে পড়েছেন কৃষকরা। এ কারণে অর্ধেক ভর্তূকিতে কৃষকদের দেয়া হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রাংশ।
দিনাজপুরে এবার ২ লক্ষ ৬০ হাজার ৮৩২ হেক্টর জমিতে বোরো ধান রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ১৬ লক্ষ মেট্রিক টন। অর্ধেক ভর্তূকি মূল্যে হারভেস্টার রিপারসহ প্রায় ১০০ কোটি টাকারও বেশি কৃষি যন্ত্রাংশ বিতরণ করা হয়েছে।