শ্রদ্ধা নিবেদনের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে
- আপডেট সময় : ১১:৪০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- / ১৭১৭ বার পড়া হয়েছে
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ দুপুর ১টা পর্যন্ত রাজধানীতে কেন্দ্রীয় শহিদ মিনারে রাখা হবে। একই সঙ্গে সেখানে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে তাঁকে।
শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম জানাজা হবে। কাল শুক্রবার শ্রদ্ধা নিবেদনের জন্য সকালে মরদেহ নেয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। জুমার নামাজ শেষে সেখানে দ্বিতীয় জানাজা হবে।
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলতাফুন নেছা বলেন, জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ দাফন হবে, নাকি মরণোত্তর দেহ দান করা হবে—এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তাঁর পরিবারের সদস্যরা।
তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মরণোত্তর দেহ দান করেছেন শোনা গেলেও এর কোনো আইনি কাগজপত্র নেই।এজন্য জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা আছে।