শ্যূটিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান প্রশংসার দাবি রাখে : সেনাপ্রধান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / ১৭২৯ বার পড়া হয়েছে
বিশ্বের সাথে তাল মিলিয়ে শ্যূটিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান প্রশংসার দাবি রাখে বলে জানিয়েছেন, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
রাজধানীর বনানীতে আর্মি শ্যুটিং রেঞ্জে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় সেনাবাহিনী শ্যুটিং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের নবনির্মিত এএসসিবি মাল্টিপারপাস ভবন উদ্বোধন করেন সেনাপ্রধান। এবারের শ্যুটিং প্রতিযোগিতায় সর্বমোট ৬টি ইভেন্ট হয়। সেনাবাহিনী দেশ রক্ষার মতোই ফায়ারিংয়ে বিশ্বের অন্যান্য দেশের সাথেও সমানতালে এগিয়ে যাচ্ছে বলে জানান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।