শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় এক আওয়ামী লীগ কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:৩৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
 - / ১৬০৭ বার পড়া হয়েছে
 
ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় আব্দুর রহিম নামের এক আওয়ামী লীগ কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ভোররাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ ও স্বজনরা জানায়, গত ৫ জানুয়ারি ৫ম ধাপের ইউপি নির্বাচনে শৈলকুপা সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুনের সমর্থক আব্দুর রহিমকে পিটিয়ে গুরুতর আহত করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইছার টিপুর সমর্থকরা। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার ১৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান তিনি। নিহতের বাড়ি ওই ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে। এ নিয়ে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে হামলা ও সংঘর্ষে মারা গেলে ৪ জন আওয়ামী লীগ কর্মী। সবাই নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ছিল।
																			
																		















