শোভাযাত্রা, আলোচনা সভা, মঙ্গল কামনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে হিন্দু ধর্মালম্বীদের জন্মাষ্টমী উৎসব

- আপডেট সময় : ০৭:০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
শোভাযাত্রা, আলোচনা সভা, মন্দিরে মন্দিরে মানুষের মঙ্গল কামনাসহ নানা কর্মসুচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে হিন্দু ধর্মালম্বীদের জন্মাষ্টমী উৎসব।
সকালে নারায়ণগঞ্জে পায়রা ও বেলুন উড়িয়ে জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরু হয়। এছাড়া মন্দির গুলোতে দেশ, জাতি ও বিশ্বের মঙ্গল কামনায় গীতা পাঠ ও প্রার্থনার আয়োজন করা হয়।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শহরের দূর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপির নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বরিশালে বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ভক্তরা প্রতিমা এবং ব্যানার নিয়ে শোভাযাত্রা করে।
বগুড়ায় জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে জিলা স্কুল থেকে শোভাযাত্রা বের হয়।
এক আনুষ্ঠানে দিনাজপুরে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ধর্ম কোন বিভেদ বা বিচ্ছেদ নয়। ধর্ম হচ্ছে সাম্যের প্রতীক, যে সাম্য মানবতা ও মানুষকে একত্রিত করে।
চুয়াডাঙ্গায় জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণসহ নানা কর্মসূচিতে পালন করা হয় দিনটি।
কুড়িগ্রামে মঙ্গল শোভাযাত্রা শেষে মন্দির চত্ত্বরের আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র কাজিউল ইসলাম।
জামালপুরে গীতাযজ্ঞ, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও শোভাযাত্রার মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত হয়। উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরো অনেকে।
এছাড়া সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, নড়াইল, যশোর, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে জন্মাষ্টমী উৎসব আয়োজন করা হয়।