মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাগুরায় আয়োজিত সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব শুরু হয় ২২ ডিসেম্বর। চলে কাল পর্যন্ত। করোনার কারণে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে এ উৎসব ঘিরে সবার মাঝে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য।
৭দিনের এই উৎসবে জেলার পাশাপাশি বিভিন্ন উপজেলা ও গ্রাম পর্যায় থেকে মোট ৪৫টি দল অংশ নেয়।সংগীত, নৃত্য, হলই গান, অষ্টক গান, নাটক, যাত্রা, মুকাভিনয়সহ নানাবিধ শৈল্পিক উপস্থাপনায় প্রতিদিন মুখর ছিলো মাগুরা অনুষ্ঠানস্থল আসাদুজ্জামান মিলনায়তন।অনুষ্ঠানে সঙ্গীত নৃত্য আবৃত্তি কৌতুকের পাশাপাশি প্লানচেট বিতর্ক দর্শকদের মুগ্ধ করেছে।
এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে করোনার ক্ষতি কাটিয়ে মানুষ আবার কর্মচঞ্চল হয়ে উঠবে এমনটি আশা সংশ্লিষ্টদের।
সংস্কৃতির অগ্রযাত্রার মধ্য দিয়ে মানুষ ফিরে পাবে তার হারানো প্রাণ শক্তি এই প্রত্যাশায় এ ধরনের উৎসব বারবার হওয়া প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা।