শেষ সপ্তাহে পৌঁছে বেড়েছে বইয়ের বিক্রি
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:০৭:১০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
 - / ১৬৫৩ বার পড়া হয়েছে
 
জমে ওঠেছে অমর একুশে গন্থমেলা। প্রথমদিকে মেলা দেখতে আসা মানুষের সংখ্য বেশি থাকলেও, শেষ সপ্তাহে পৌছে বেড়েছে বইয়ের বিক্রি। ছুটির দিনে সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত ছিলো শিশু প্রহর। সন্ধ্যা পর্যন্ত প্রকাশিত হয়েছে নব্বুইটি বই।
দুপুরের রোদের তেজ কমতেই মেলার টানে দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। সমান তালে ব্যস্ততা চলে শেষ সময়ের বইমেলায়। প্রতিদিনই নতুন নতুন বই প্রকাশিত হচ্ছে।একটুও ব্যস্ততা কমেনি বই মেলার বিভিন্ন প্রকাশনির স্টলে। মেলায় আসা বেশির ভাগ দর্শনার্থীদের হাতে দেখা যাচ্ছে নতুন কেনা বইয়ের ব্যাগ। কারো দু’হাতে আবার কারো পরিবারের সকলের হাতে বইয়ের ব্যাগ। মেলা ঘুরে ঘুরে পছন্দের লেখকের বই কিনছেন সবাই। আগে থেকেই পছন্দ করে রাখা বইয়ের পাশাপাশি মেলায় দেখে নতুন পছন্দের বইটিও কিনছেন অনেকে।
																			
																		
















