শেষ রাউন্ডেই নিষ্পত্তি হবে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার

- আপডেট সময় : ০৮:৩০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
শেষ রাউন্ডেই নিষ্পত্তি হবে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার। পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে হারিয়ে এমন সমীকরণ দাড় করিয়েছেন লিভারপুল। দুই অর্ধের দুই গোলে জয় তুলে নেয়ার পাশাপাশি লিগের শিরোপা লড়াই টেনে নিল শেষ রাউন্ডে। এ জয়ে ৮৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে লিভারপুল। ১ পয়েন্ট বেশি নিয়ে সবার উপরে ম্যান সিটি।
হেরে গেলেই সব শেষ। জিতলে টিকে থাকবে শিরোপা রেসে। ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে দলে পরিবর্তন আনেন লিভারপুল কোচ। ভার্জিল ফন ডাইক ও মোহামেদ সালাহ ইনজুরিতে, আরেক ফরোয়ার্ড সাদিও মানে বিশ্রামে-সব মিলিয়ে শেষ ম্যাচে ৯ পরিবর্তন নিয়ে দাউদাম্পটনের মুখোমুখি অলরেডস।
সাউদাম্পটনের বিপক্ষে আসরে দুইবারের দেখায় একবারও জিততে পারেনি ম্যানচেস্টার সিটি। তাই লিভারপুলকেও হারাবে তারা এই প্রত্যাশা ব্যক্ত করেছিলেন সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।
ম্যাচের শুরুতেই তার স্বপ্ন সত্যি হওয়ার উপলক্ষ মেলে। ১৩ মিনিটে লিভারপুল সমর্থকদের স্তব্ধ করে দেয় সাউদাম্পটন। ডেডলক ভাঙ্গেন রেডমন্ড।
তবে, স্বাগতিকদের উৎসব শোকে রূপ নিতেও সময় লাগনি। ২৭মিনিটে দারুণ নৈপুণ্যে স্কোরলাইনে সমতা টানেন মিনামিনো।
দ্বিতীয়ার্ধের চাপ ধরে রাখে লিভারপুল। যদিও গোল মিসের মহড়ায় হতাশ অলরেড বস ইয়্যুর্গেন ক্লপ।
তবে, ভাগ্যদেবী সহায় ছিলো লিভারপুলের। ৬৭ মিনিটে ত্রাতা হয়ে আসেন মাতিপ। উকি দেয় অলরেডদের শিরোপার জয়ের স্বপ্ন।
শেষ পর্যন্ত আর অঘটন ঘটেনি। শিরোপা লড়াইয়ের সব উত্তেজনা এবার শেষের অপেক্ষায় রাখলো ক্লপের দল। শেষ ম্যাচে লিভারপুলের শুধু জিতলেই হবে না প্রার্থনা করতে হবে ম্যানচেস্টার সিটির হারের।