শেষ টি-টুয়েন্টিতে রাতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
- / ১৭৭২ বার পড়া হয়েছে
পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টুয়েন্টিতে রাতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যাক্ত হলেও দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে যায় পাকিস্তান। তবে তারুণ্য নির্ভার নিউজিল্যান্ড দল সিরিজের তৃতীয় ম্যাচে ঘুরে দড়ায়। দুর্দান্ত পারফমেন্সে ৭ উইকেট হারায় স্বাগতিক পাকিস্তানকে। আর চতুর্থ ম্যাচে শেষ বলের নাটকে পাকিস্তানকে ৪ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় কিউইরা। ফলে এ ম্যাচেও দারুন আত্নবিশ্বাস নিয়ে মাঠে নামবে কিউইরা। এদিকে দ্বিতীয় ম্যাচে বোলাররা দারুন পারফর্ম করলেও পরের দুই ম্যাচে ছিল নড়বড়ে। ফলে এ ম্যাচে পাকিস্তানের জয় পেতে হলে জলে উঠতে হবে পাক বোলারদের।