জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সহধর্মিনী শেরিফা কাদের মহিলা সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে লালমনিরহাট জেলা জাতীয় পার্টি।
দুপুরে শেরিফা কাদের লালমনিরহাট তিস্তা সড়ক সেতু এলাকায় পৌঁছালে সেখান থেকে পাঁচ শতাধিক মোটর সাইকেলের একটি শোভাযাত্রা তাকে বরণ করে সার্কিট হাউসে নিয়ে যায়। সেখানে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান নেতা-কর্মীরা। এছাড়াও আগামীকাল বিকেলে পার্টির কার্যালয়েও তাকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সংবর্ধনা দেবেন স্থানীয় নেতা-কর্মীরা।